ওহে নিরঞ্জন,কতো জন হল তোমার স্বজন
ক'জনার হলে প্রিয়জন-
স্বার্থের খেলায় ভেঙেছে কি রক্তের বন্ধন?
ওহে নিরঞ্জন, ধরণীর বুকে স্বার্থই কি আপন?
মরে দেখো কে বেশি তোমার প্রিয়জন।
এক জীবনে ধারার শত উপধারা
রক্ত মাংসের ক্ষুদ্র জীবন মাটিতেই হবে সারা
ওহে নিরঞ্জন,তবে কেন জেতা এবং হারা?
নদী যেমন ভাঙ্গে গড়ে,আকাশ হরেক রঙে সাঁজে
জানি না কবে তোমার বিদায় ঘণ্টা বাজে
ওহে নিরঞ্জন বলতে কি পারো ধরণীর বুকে কেন এতো স্বার্থের আয়োজন
মানুষে মানুষে কেন ধন্ধ,এত সংঘাত কোথায় প্রেমের আদি বন্ধন?