জীবন একটি নদীর নাম।
এই নদীর অসংখ্য শাখা-প্রশাখা।
নাম গুলো আবার ব্যতিক্রম।
সেই সাথে চমকপ্রদও বটে।
আকাঙ্খা, আসক্তি, যোগ্যতা।
এই নদী বয়ে চলে অবিরাম।
সে কোথাও থামে,আবার কোথাও ভাঙ্গে।
কোথাও গড়ে,কোথাও বিলীন করে অগাধ বাসনার তুমুল কোলাহল।
সময়ের স্রোতে নদী হয়ে উঠে এক বিস্তীর্ণ জলাশয়।
কখনো বা গড়িয়ে গড়িয়ে থামে মহাসমুদ্রের বিশাল জলরাশির মাঝে।
সে সমুদ্র ফুলে ফেঁপে উঠে।
আঘাত করে জনারণ্যে।
প্লাবিত করে জনপদ।
তবুও সেই নদীই আশার ক্ষীণ প্রদীপ জ্বালিয়ে।
নবতর স্বপ্ন দেখায়-
শ্যাওলাকে আঁকরে ধরে বেঁচে থাকার তাগিদ দেয়।
আবেগি কামনার বাহুডোরে আবদ্ধ করে মানবিক মনকে।
তাই নদীই জীবন আর জীবনই তো নদী।