কতোটুকু মৃত্যু যন্ত্রণায় মৃত্যুকে করলে বরণ?
কতোবার ঘৃণার থুথুতে ঢোক গিলেছ
এই অভাগা কোমল মাটির বুকে?
ঘৃণার চোখে বরং কালো চশমা এঁটে দাও!
আমাদের মৃত্যু হোক তোমার অভিশাপে।
তোমার মৃত্যুতে বেঁচে গেলে তুমি!
আমাদের বিবেকর কি মৃত্যু হয়নি?
নুসরাত আহ! নুসরাত।
লজ্জিত বাংলাদেশ,লজ্জিত পতাকা
হে রাস্ট্র তুমি কি একটু নত হবে?
অন্তত বেঁচে থাকা মৃত্যুকূপে কোটি নুসরাতের জন্য?
বিবেক তুমি মানবিক হও-
রাস্ট্র তুমি জাগ্রত হও
জাগাও তোমার সুপ্ত চেতনার,পার্থিত হৃদয়।
কলিরা ফুটুক,পাখির গানে কল্লোলিত হোক প্রান্তর,
নুসরাত আহ! নুসরাত
দংশিত দহনে ধর্ষিত আমাদের মনুষ্যত্ব!