মেলামাইনের রঙ্গিন প্লেটে
মোটা চালের ভাত
হাসের ডিম,কিংবা ইলিশ মাছের ভাঁজি।
ঐসব বড্ড বেশি বেমানান ছিল,
যখন পশ্চিম দিগন্তের সূর্যরশ্নি ঠিকরে পড়ছিল
তোমাদের জানালার গ্রিল দিয়ে
তোমার লিপিস্টিক বিহীন ঠোঁটে
নিজেকে তখন পলায়নরত জেল ভাঙ্গা কয়েদির মত লাগছিল
যেন এক দাগী মাস্তান,মোস্ট ওয়ান্টেড টোপ টেরর
অথচ কিছুক্ষণ আগেও সে কথা ছিল কল্পনার অধিক
জানি না,তোমার চোখের পলকে কোন কথা আটকে ছিল কিনা
চঞ্চল মনের কোন গোপন কথা জাগ্রত হয়েছিল কিনা
তবে বেশ লাগছিল তোমার ইউনিফর্ম ছাড়া কামিজে
গুটি গুটি পায়ে যখন সামনে এসে দাঁড়ালে
যেন সত্যিই সমস্ত রাজ্যপাটের আলোকরশ্নির ঝলক উপচে পড়ছিল
যেন ঐন্দ্রজালের মধুর ব্যঞ্জনা
অপরাজিতার মতো ডাকছে রাতের অন্ধকারকে
অথচ বুকের একপাশ অধীর ছিল কোন এক নিষিদ্ধ কথার আড়ালে
যদিও এক আকস্মিক আহ্বানে মিলিত হয়েছিলাম আমরা
০৭-০৫-২০১৭ সন্ধা, ঢাকা।