..........................................
তুমি চাইলেই আমি আকাশ হতে পারবো না।
অসীম আকাশের বিশালত্বের ভার আমি বইতে পারবো না,
তুমি চাইলেই আমি সমুদ্র হতে পারবো না।
কারণ,সমুদ্রের উত্তাল তরঙ্গের নিত্যছন্দের কাছে আমি অচ্ছুৎ মাত্র,
তুমি চাইলেই আমি ফুলের সুবাস ছড়াতে পারি না।
ফুল সে এক আশ্চর্য সপ্রতিভ!
কারণ সে সবার প্রিয়?
আমি শুধু একজন প্রেমিক হতে চাই
তোমার জন্য আছে অযুত,কোটি ভালোবাসা।
তোমার জন্য আছে বাধাহীন এক আশ্রম
বুকের পাঁজর কেটে তোমার জন্য গড়তে পারি
এক পৃথিবী সমান ঘর
আর আমি শুধুই তোমার হতে চাই।
পরিণীতা, তুমি কি রাখো সে খবর?