আমি বলছি না কাল নতুন ভোরের প্রথম সূর্যটা
তোমাদের জন্য নতুন কোন হাসির উপলক্ষ্য নিয়ে আসবে।
বলছি না হে পুরাতন তোমাকে বিদায়,
এবার তুমি তোমার পথ দেখো।
হে অবিমৃষকারী,  
অনাগত সন্তানের ভবিতব্য পিতা
আজ রাতে উষ্ণতার খোঁজে প্রণয়িনির গর্ভে যে রেণুর তুমি জন্ম দিলে
কাল কি তার ভবিষ্যৎ ?
আজ জন্ম মানেই যুদ্ধ
যুদ্ধের ময়দানে বেঁচে থাকার তুমুল লড়াই
শাসক ও শোষকের বিরদ্ধে  চিরন্তন সংগ্রাম
অতঃপর লড়াইয়ের মাঠে নিশ্চল নিথর প্রাণ
পালহীন নাবিকের দিক বিহীন ছুটে চলা
নিমজ্জিত এক রাষ্ট্র
ভ্রান্ত কুসংস্কারে পতিত এক সমাজ
খাই খাই অথর্ব লুটেরার হাতে যার ভবিষ্যৎ
শুনো হে নতুন প্রাণের জন্মদাতা
নেমে এসেছে এ পৃথিবীর বুকে আজ এক কঠিন কালো আঁধার
যা কোনদিন ভাবেনি তোমার পূর্ব পুরুষ
অথবা ভাবছ না তুমি তা কি অমূলক
আমি বলছি না শোষিতের রক্ত চুষে খাওয়া
শাসকের বিদায় ঘণ্টা বাজাও
আমি বলতে চাই না
বিদ্রোহীর হাতে নিহত স্বজাতির রক্তস্নাত মাতৃভূমি কথা
আমি বলতে চাই না পিতার চোখে বিবাহযোগ্য কন্যার ধর্ষিত দেহ
নিষ্ঠুর রাজনীতির শিকার পিতার কাঁধে ভার্সিটি পড়ুয়া সন্তানের লাশ
আমি বলতে চাই না
ছোট বোনের স্মৃতি হাতড়ে ফেরা লাজুক দুটি চোখ
মায়ের বুকফাটা আর্তনাদ
বিশ্বাস করো আমি কখনো বলতে চাইনি
পৌষের কনকনে শীতে ফুটপাতে অবুঝ শিশুটিকে একটু উষ্ণতা দেয়া সেই কুকুরের কথা
অথবা যৌবনের প্রথম কোন রমণীর আলিঙ্গনে হৃদয় কামনার প্রথম শিহরণ
বিশ্বাস করো এ চরম সত্য কথাটি আমি একবারও বলতে চাইনি
অথবা বলতে চাইনি
আবেগের স্রোতে ভাসা যুক্তিহীন ধর্মের উদ্ভট সব সেকেলে গল্প
যা বলতে চাই বা যা বলতে চেয়েছি
পৃথিবীর ঘরে ঘরে শান্তি আসুক
মুছে যাক জঠরযন্ত্রণা
সাম্রাজ্যবাদীর আগ্রাসন
রক্তের হলি যুদ্ধের দামামা
সর্বত্রই উড়ুক সাম্য ও মুক্তির লাল পতাকার ঝাণ্ডা
আজ নতুন বছরের নতুন আকুতি
সবুজ কমল প্রকৃতির মুক্ত বিহঙ্গের অবাধ বিচরণ
অবাধ স্বাধীনতা
তা কি আমাকে দিবে ভেজালের ভীরে মিশে যাওয়া হে সভ্যতা!