সোনালি স্বপ্ন অতীত শত বারবার ফিরে আসে ।
তবুও আজ এবং আগামীর স্বপ্ন চোখে ভাসে ,
জৈবিক বাসনা ,ক্ষুদার তাড়না নির্মম এ বাস্তবতা ।
অতীত , বর্তমান ,ফেলে নতুন এক আগামীর ব্যস্ততা ,
আঁধারের রাত্রি শেষে পূবের আকাশে নতুন ভোরে ।
কল্পনার রং মিস্রিত কঠিন বাস্তবতার সুরে ,
এসো হে, শত তরুণ যুবা আজ উদ্বেলিত প্রানে ।
নব সাঁজে সজ্জিত ধরণীর পানে ,
কণ্টককীর্ণ পথের সংকীর্ণতা ভুলে উদার পথের যাত্রী সবে ।
প্রানের মেলাই বাজাও মাদল নিত্য কলরবে ,
শতাব্দীর শত গ্লানি , আর দাস্যত্যের শৃঙ্খল ছিঁড়ে ।
জ্বালাও মশাল ধরো হাল ভেধে অন্ধকার সেই সে ভিড়ে ,
সদ্য বেড়ে উঠা ভরা যৌবনের তেজদিপ্ত হাঁক ।
ক্রমাগত সমাজের যত ন্যায় অসংগতি যাক ,যাক,মুছে যাক ,