দূর দিগন্তে অবারিত সবুজের প্রান্তে ছুঁয়ে যেন দাড়িয়ে আছো তুমি
পড়েনও নীল শাড়ি খোপায় বাঁধা বেলি
মনে হয় সৃষ্টিকর্তার এক অপূর্ব সৃষ্টি তুমি
তোমার কৃষ্ণকালো কেশ টানা টানা নিকেতন মায়াবী আঁখি
রুপ লাবণ্য মুখ তোমার যেন  প্রস্ফুটিত লাল গোলাপ
চাঁদের জোছনা ছড়ানো তোমার মুখের হাসি
ভালোবাসি প্রিয় ভালোবাসি মনো হরণী নারী যে তুমি
মোর হৃদয় করেছো হরণ
তোমার তরে হৃদয়ে জাগে মোর রক্ত ক্ষরণ