মুখে তোদের শুনি কেবল দেশাত্ববোধের কথা
সাধু সেজে লুটলি ওরে  লুটলি সোনার বাংলা
ওরে তোরা দেশের শত্রু
ওরে দুর্নীতিবাজের
ওরে তোরা রাজাকার ওরে মৌলবাদেরা
ওরে তোরা লন্ঠুকেরা
এ বঙ্গ খেলি লুটে
গড়লি তোরা টাকার পাহাড় সোনার ও অট্টালিকা
সাধু সেজে লুটলি ওরে
লুটলি সোনার বাংলা
ওরে তোরা কালোটাকার মালিক
ওরে গডফাদারেরা
ওরে তোরা অর্থ খাদক
ওরে দেশ লুটেরা
অনেক করেছিস হানাহানি
অনেক ভাসিয়েছিস রক্তের বন্যা
সাবধান তোরা  থাম আর না আর না
মানবো না হার মানবো না হার মানবো হার আজ
ওরে তোরা আছিস কারা
রুখে দাঁড়া কররে প্রতিবাদ
মৌলবাদেরা খাচ্ছে চুষে  
রাজাকারেরা হানবে আঘাত
তোরা নোয়াবি না মাথা
জীবনে আসুক যতোই বাঁধা
দেশের তরে অকাতরে বিলিয়ে দিবে প্রাণ
বিশ্ব মাঝে করবি প্রমাণ
তোরা বাংলার সন্তান
শুনরে সবে সকল জোয়ান
অস্ত্র নয় হাতে তোল প্রতিবাদের স্লোগান
রাজপথ কাঁপিয়ে দে
ভেঙে চুরে কর সব চুরমার
বঙ্গবন্ধুর খুনি বল একাত্তরের রাজাকার বল
প্রতিধ্বনি তোল বজ্র কণ্ঠে
কর দীপ্ত অঙ্গীকার
ঘাতকদের ফাঁসির কাষ্ঠে ঝোলাবোই ঝোলাবো
আজ এই করেছি পণ
এবার মোদের রুখবে কারা
লড়বো মরণ পণ
হউক সে অশুভ শক্তি মহা শক্তিধর
দেশমাতৃকার টানে আজ জীবন বাজি ধর
হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার সাবধান
পরাজিত শক্তি তোরা আবার হ সাবধান
ধন্য মায়ের ধন্য ছেলেরা জাগবে আবার
প্রয়োজনে অস্ত্র হাতে তুলবে জোয়ার
আজ ধাম্ভিক সুরে শপত কর
দেহে যতক্ষণ রবে প্রমান
জীবন দিবো বিলিয়ে কেননা আমি যে মা তোমার
চরণে মোরে রাখবে মাতা
আমি রাখিব  তোমার উচ্চকরি শির
মায়ের তরে সন্তান
সন্তানের তরে মাতা
দুজন দুজনার একই সূত্রে গাঁথা