যা কখনো ভুলার নয় তাই হয়তোবা ভুলতে বসেছি
যা কখনো হারাবার নয় হয়তোবা তাই হারাবো
ভুলে যাবো অতীত রক্তস্নাত ইতিহাস
ভুলে যাবো দুঃখ গাঁথা বেদনার নয় টি মাস
ঠিক যেমনটা ভুলতে বসেছি ক্ষুদিরামের বীরত্বপূর্ণ আত্মত্যাগ
অথবা বাঘা যতিনের কথা
একদিন আমরা সত্যি ভুলে যাবো আমরা ছিলাম চেতনায় বাঙালি
মননে ছিল সম্প্রীতি বুকে সুগভীর একটি আদর্শ
চেতনার বাজারে আজ সব বিক্রি দিয়েছি
বাকী আছে শুধু পতাকায় চাঁদ তারা বসানো
হয়তোবা একদিন আমাদের গাইতে হবে বন্দে মাতারাম
ঠিক যেমন ওরা গাইত পাক সার জমিন সাদ বাদ
আজ মন্দির ভাঙ্গে গির্জা ভাঙ্গে
ভাঙ্গে একটি একটি চেতনা
যারা বলতো ওসব গণিমতের মাল
তারা এখনো বীরদর্পে ঘোষণা করে ধর্ম যুদ্ধের খিলাফত
পক্ষ বিপক্ষে মাঝ রাতে টকশোতে তুমুল লড়াই চলে
বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসের চাষ
টাকায় বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের সার্টিফিকেট গুলিস্থান বা পল্টনে ধর্না দিলে দেদারসে ইস্যু হয়
পুরনো পুস্তিকায় পড়েছিলাম নীতি নৈতিকতা দেশ প্রেম একটি টেকসয় আদর্শের কথা
আজ তারা মুখে ফাঁকা বুলি আওড়ায় ওরা এখন আলহাজ কমরেড
স্বঘোষিত নাস্তিক এখন ইসলামী সমাজতন্ত্রে ধব্জাধারি
তবুও বলছি না সব শেষ
বাকী শুধু তারুণের ঘুম ভাঙানো