সময়ের স্রোতে গা ভাসিয়ে হয়তোবা পুলকিত হবে
আধুনিকতার ধুয়ো তুলে তাৎক্ষনিক প্রশংসার দুগ্ধস্নানে হবে মাতোয়ারা
সম্পদের পাহাড়ে অথবা রমণীর চুম্বনালিঙ্গনে তৃপ্তির ঢেঁকুর তুলবে
দিবাস্বপ্নে নিজেকে ভাসাবে কোন স্বর্গরাজ্যে
পারবে না শুধু দুর্গন্ধময় এঁটেল সমাজে সমতা ফিরিয়ে দিতে
পারবে না মাতৃত্বের দৃঢ় বন্ধনে ঋদ্ধ শিশুর মুখে ফোঁটাতে হাসি
জানি ক্ষণিকের আনন্দে সুরাপানে হবে মসগুল
মিলিয়নার অতিথি আপ্যায়নে নিজেকে উজাড় করে দিবে  
যদি কিছু আসে প্রতারণার খেলায় ছায়া যুদ্ধে লিপ্ত উচ্চবিত্ত
তোমাদের প্রয়োজন নেই চৈত্রের তপ্ত রোদ পৌষে শতায়ু নারীর তীব্র শীত নিবারণে  
মানবতাবোধের প্রয়োজন মিশেছে পুঁজিবাদের পুষ্ট চেতনায়
ভোগবিলাস প্রাচুর্য খ্যাতি সম্মান দালালিই শ্রেয়  
সমাজে আজ প্রয়োজন নেই সখিনা মমতাজ বিবিদের
সময় আজ উচ্ছিষ্টভোগী পদলেহন কথিত কবির
প্রয়োজন শুধুই অর্থের  
সদ্য ভূমিষ্ঠ শিশু অবাধ স্বাধীনতায় গগনবিদারী চিৎকারে জানাচ্ছে স্বীয় অস্তিত্বকে
তোমরা কি প্রস্তুত নব জাতকের শুভাগমনে