বল হে সুন্দরী দোষ দিব আর কাকে ।
আনিত নয়ন যখন পড়ে তোর ঐ ওড়নাহীন বুকে,
ক্রমাগত জীবনের সেই সে সময় এসেছে ঘনিয়ে।
উচাটন সদা এই মন বলে আজ এসেছি আঠার বসন্ত পেরিয়ে।
দেখার মাঝে জাগে নেশা
অজানা বাসনার সীমাহীন বিদিশা,
অন্ধকারে পতিত শত কামুক পুরুষের মিটিয়েছে লিপ্সা।
জাগবে না তবু তোমাদের মাঝে সচেতনতার বীজ ভঙ্গি চলার,
জাগবে না ধর্ষিত নারীর বিমূর্ত হাহাকার।