আমি ইতিহাস হতে চাই
ঐতিহাসিকের কলমে নয়
বাস্তবতার দৃশ্যপটে
আমি কবি হতে চাই
তবে নারীর হৃদয়ে নয়
সমালোচকের কলমে
আমি প্রেমিক হতে চাই অদৃশ্যকে নয়
দৃশ্যত মানুষকে ভালোবেসে
মানবিক হৃদয়ে গড়তে চাই সমাজ
ভালোবাসার বাগানে ফোটাবো বিশাল ফুলের সাম্রাজ্য
আমি কামানকে বানাবো ফুলশয্যার বাসর
সৈনিকের মননে গোলাপের পাপড়িতে লিখে দিবো প্রেমপত্র
আমি সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো কাঁদার অধিকার চাই
প্রাণ খুলে হাসতে চাই
যা কিছু নিষিদ্ধ খুলে দিবো অবারিত দ্বার
পৃথিবী হবে প্রেমের সাম্রাজ্য
যুদ্ধ হবে একদিন ইতিহাস
আমি শুধু প্রেমপত্র লিখে যাবো
তোমার জন্য লিখে যাবো গান
অস্ত্র হবে গোলাপের বোঁটা
চাঁদ বিলাবে জোছনা
ফিরে আসবে পৃথিবীতে স্বাভাবিক মৃত্যুরা
আমি শুধু বেহালায় সুর দিবো
এলিয়েনরা নেমে আসবে ফুলের তোরা হাতে
পৃথিবীর সমস্ত অস্ত্রগার হবে সুশীতল ঝর্না
আমি দিবো সাঁতার কাতার অবাধ স্বাধীনতা
তোমরা শুধু আমাকে স্বাভাবিক
বেঁচে থাকার নিশ্চয়তাটুকু দিয়ো


৪/৪/২০১৫
ঢাকা