আমি ইতিহাস হবো
তবে ঐতিহাসিকের কলমে নয়
আমি কবি হবো
তবে ডায়রির পাতায় নয়
আমি মানবতাবাদী মানবদরদী হবো
তবে খবরের কাগজে নয়
আমি খাল, বিল, পর্বত হবো তবে প্রেমিক বা প্রেমিকার
লেখা কলমে কাগজের চিঠিতে নয়
আমি দুর্ভেদ্য অজয় অবিরাম ছুটে চলা সাগরের ঢেউ হবো
আমি গহীন বনের হিংস্র সিংহ বা মায়াবী হরিণ হবো
আমি উত্তাল রাজপথে মিছিলে দীপ্ত শ্লোগানে প্রকম্পিত করবো এ বিশ্বকে
আমি দীপ্ত ছুটে চলা উদ্দীপ্ত প্রানে শিখর গজাবো
আমি নষ্ট সমাজের পথভ্রষ্ট কাণ্ডারির
সাগরে দিগশূন্য সাম্পানের হাল ধরবো
আমি যুদ্ধ বিধ্বস্ত ভিয়েতনামের জাতীয় বীর মতিউল কাদের হবো
সন্ত্রাসের বিরদ্ধে এক মূর্ত প্রতীক শহীদ রাজু হবো
আমি স্তালিন কার্লমার্ক্স রুশো অথবা তলস্তয় হবো
গোলাকার এ বিশ্বে শান্তির মশাল হাতে
শান্তির বীজ বুনে তবেই আমি শান্ত হবো
সোনালি এক স্বপ্নিল ভবিষ্যতের ইতিহাস হবো
আর আমি সেই দিন হবো ইতিহাস