কথা ছিল দেখা হবে
কোন এক সূর্যাস্তের বেলায়
নীল সমুদ্রপারে
সমুদ্রের উত্তাল ফেনিল ঢেউয়ে
হারাবো প্রেমের হৃদয় সাম্রাজ্যে
সূর্য অস্ত গেলো
ফেনিল ঢেউয়ে প্লাবিত হল সোনালি বালু
জোয়ার ভাটায় নিমজ্জিত রাতের শশী
  ঘোর আঁধারে বিলিন হল সেদিনের সব স্বপ্ন
রাত শেষে ভোর দুপুর অতঃপর সন্ধ্যা
পাখিরা নীড়ের পথ ধরেছে
তবুও তোমার অপেক্ষায় হে প্রিয়তম
রুমালের ভাঁজে ভাঁজে কাঁঠালচাঁপার ঘ্রাণ
স্মৃতির কোঠরে শুধুই তোমার লেখা গান
আমি শুধু অবিরত সুর দিয়ে যাচ্ছি