পাহাড়ের বিশালতাকে মাপতে পারিনি-
যেমনটা মাপতে পারিনি সাগরের অথৈ জলরাশি।
আজও বুঝিনি অসীম আকাশে হরেক রঙের বিচিত্র খেলা,
স্বর্গ নরকের কল্পিত ছবিই আমাকে কিনেছে সস্তা দরে!
অজানা এই পৃথিবীর আমিও এক অজানা বস্তু।
জানিনা কি আমার কাজ,কি আমার উদ্দেশ্য-
কেনই বা আসা যাওয়ার এই অমোঘ নিয়তি,
প্রবঞ্চিত শতায়ুর অভিশপ্ত প্রতারণার তাসখেলা।
প্রদর্শনবাদিতার ভীরে হারিয়েছে সত্য,ন্যায় ও নৈতিকতা,
আজও ওরা খেলে যায় সেই আদিম রক্ত পিপাশুর হলি যুদ্ধ।