সপ্নরা বেঁচে থাকুক আজ হতে মহাকাল পর্যন্ত
পৃথিবীর প্রতি গৃহকোণে আজন্ম লালিত সেই স্বপ্ন
বহু আকাঙ্ক্ষিত সেই স্বপ্নের বীজে লুকানো মৃক্তিকায়  
বাড়ন্ত কিশোরীর দুচোখে শুধুই ফেলা আসা সোনালি সকাল
শুভ্রতা ছড়ানো পলাশের মাধুরীতেও রেণুরা স্বপ্নের বীজ বুনে
নবজাত শিশুর আত্মচিৎকারে দূষিতবায়ুরা উড়ে যায় মধ্যগগনে
ফেলে যায় অভিশপ্ত পুঁজিবাদীদের মুখ ভেংচানো অট্টহাসি
স্বপ্নেরা ধিরে ধিরে বেড়ে উঠে এক আজন্ম মহাপাপ ধারণ করে
যে শিরা উপশিরায় রক্ত সঞ্চালনে বেঁচে থাকে প্রাণ
রক্ত যুদ্ধের সেই প্রান্তরে পরে থাকে স্বপ্ন বন্ধুরা
ইটের গাঁথুনিতে নিঃশব্দে স্বপ্নরা কাঁদে
ওরা ফিরে ফিরে আসে আদি হতে অনন্তকাল
জঞ্জালের এই গালিচায় তোমাকে অভিবাদন হে স্বপ্ন
নষ্টদের রাজ্যে তোমাকে জানায় সম্ভাষণ



২০/০৬/২০১৫