।নির্বাসনের প্রতীক্ষায়
- এইচ,আই,হামজা
আমাকে নির্বাসনে দাও।
জলে স্থলে অথবা অন্তরীক্ষে,
চোখ দুটো উপড়ে ফেলো।
দেখতে চাইনা এ পৃথিবীর নিষ্ঠুর আলো!
দেখতে চাইনা ক্ষুদার তাড়নায়
জীর্ণ শিশুর মলিন মুখ,
তৃষ্ণায় ব্যাকুল দুটি চোখ।
আমাকে নির্বাসিত করো আন্দামানে।
অথবা সিসিলিতে মরুর তপ্ত বা হিমবাহের আস্তরণে,
দেখতে চাইনা প্রসব যন্ত্রণারত দুখিনীর আর্তনাদ।
দেখতে চাইনা খদ্দেরের অপেক্ষায় পতিতার নির্ঘুম রাত,
বিষাদের নোনাজলে সিক্ত দুটি চোখ।  
বেদনার রসেভেজা আশ্চর্য দুটি ঠোঁট!  
কমল শরীরে ভেঙে পড়া ভাঁজ,
শিয়রে শায়িত শিশুর নির্বাক চাহনি।
উদ্ধাস্ত জননীর উদ্বেল দেহ,  
প্রানের বন্ধনে আবদ্ধ যে প্রাণ।
সেই তো নারী সেই তো আমার মা,