রাজন হত্যার বিচার তোমাদের কাছে চাইবো না।
চাইবো না বিশ্বজিৎ, বা অভিজিৎ হত্যার বিচার ,
বিচার চাইবো না অদ্যঅবধি ঘটে যাওয়া হাজারও অপমৃত্যুর।
ধ্বসে যাওয়া ভবনের ভয়ানক নিস্তব্ধ আর্তনাদ,
সুঁই সুতায় সপ্নবুনা কিশোরীর নিথর প্রানের।
বিচার চাইবো না কাঁটাতারে ঝোলা সার্বভৌম ফেলানির লাশের,  
তোমাদের কাছে বিচার চাওয়া মানে নিতান্তই মূর্খের কাজ।
মূর্খ সমাজ, মূর্খ মন্ত্রী , মূর্খ আমলা , মূর্খ নেতা ,
আমি আমরা তোমরা সবাই মূর্খ ।
মূর্খ দেশ মূর্খ দেশের আইন,  
     ভুলেছি মানবতা।
    হারিয়েছি মানবিকতা ,
মনুষ্যত্বের  তকমা আমরা গিলে খায় প্রতিনিয়ত ।
যেমন ছাগল চিবিয়ে খায় নর্দমাবেষ্টিত কচি দূর্বা ঘাস,