লুটতরাজ্যে স্বার্থের মগ্নতায় প্রলুব্ধ দানবেরা।
চর্ব্যচুষে নিষ্পেষিত করে চলেছে প্রতিনিয়ত,
সময়ের আবর্তে বিলুপ্ত চেতনায়।
ভাসমান কালের খেয়ায় খুঁজে ফেরা সম্বিৎ,
দুঃখ সুখের লুকোচোরিরির খেলায় পারদর্শী পরিবেশ।
প্রকৃতির এ এক অদ্ভুত হেঁয়ালিপনা!
মানুষের অবয়বে কৃত্রিম ধ্বংসন ঝাড়ফুঁকেই ব্যতিব্যাস্ত সমাজ,
ক্ষণিকের আত্মতৃপ্তিতে বুনো উল্লাসে মাতোয়ারা।
বিন্দু বিসর্গের প্রকট দুর্ভাবনায় বিচলিত অন্তরাত্মা,
ভোগবিলাসের প্রাচুর্যে অভ্যস্ত উচ্চবিত্ত।
তুচ্ছ ত্যাগের অহংবোধে জান্নাতুল ফেরদৌসে বিভোর,
মনুষ্যত্বের ক্রাইসিসে বিলুপ্ত চেতনায়।  
উন্মত্ত তাণ্ডবে নির্বাসিত বিবেক মস্তিষ্ক!
মোটা চাল সুতির শাড়ির দাবী রেখে,
শ্রমের প্রাপ্য মুজরির প্রত্যাশার লম্বা মিছিলে-
প্রবুদ্ধ মনে হাতে হাত ধরে ওরা এগিয়ে যায়।
পিছনে পরে থাকে আধুনিক জিলাপি প্যাঁচের অবোধ সভ্যতা!!!
১৭/০৭/২০১৫
কুড়িল বিশ্বরোড
ঢাকা