হাসতে চাই উদ্দাম তালে নূপুরের ছন্দে।
চাই হাসার অবাধ স্বাধীনতা,
কাঁদতে চাই বিষাদের নোনাজলে।
দিতে হবে কাঁদার স্বাধীনতা,
বলতে চাই যা কিছু মন্দ, অনাচার।
বলার জন্য চাই পরিপূর্ণ অধিকার,
বন্ধ করো,বন্ধ করো,ওসব মেকী ছাইপাঁশ অভিনয়।
স্বাধীনতার প্রশ্নে আমি দৃঢ় অটল-না না কোন ছার নয়,
ভাতের অধিকার চাই।
কাপড়ের অধিকার চাই,
শিক্ষার অধিকার চাই।
বেঁচে থাকার জন্য চাই ন্যূনতম স্বাধীনতা,
এ আমার জন্মগত অধিকার।
বুটের লাথি চাই না,
পুলিশের লাঠির বাড়ি চাই না।
আমলার বকা চাই না,
মিথ্যে আশ্বাস চাই না।
ভোটের অধিকারও চাই না,
বলতে দাও যা বলতে এসেছি উন্মুক্ত রাজপথে।
এ আমার জন্মগত অধিকার,
তোমাদের মুখে গণতন্ত্রের ফাঁকা বুলি।
চালাও চালাও দেখি আমার বুকে মজুদকৃত যত গুলি,
যদি চাও স্তব্ধ করে দাও আমার মুখ।
নিঃশেষ করে দাও আমার অস্তিত্ব,
চালাও তোমার স্টিমরোলার আমি চেপ্টে যাই পিচ পাথরের রাজপথে।
তবুও আমার স্বাধীনতা চাই,
এ আমার জন্মগত অধিকার।
সমাপ্তঃ ০৩/০৮/২০১৫
কুড়িল বিশ্বরোড
ঢাকা