আমি যুদ্ধে যেতে চাই
জয় পরাজয়ের যুদ্ধে
যুদ্ধ জয়ের অস্ত্র চাই
অশুভ মানব আত্মার বিরুদ্ধে
হয়তো ফিরবো হাসি মুখে বিজয়ের বেশে
না হয় আদর্শিক লড়াইয়ে যাব লাশের মিছিলে
আরেকটি ধ্বংসলীলা চাই মহাপ্রলয়ে ধ্বংস
গগনবিদারী চিৎকারে কেঁপে উঠবে প্রেতাত্মার ভস্ম
আরেকটি যুদ্ধ চাই হ্যাঁ আরেকটি যুদ্ধ
বেঁচে থাকার লড়াইয়ে সমতার যুদ্ধ
অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ
শাসিতের বিরুদ্ধে শোষিতের যুদ্ধ
যুদ্ধ চাই যুদ্ধ
রাহু মুক্তির যুদ্ধ
এ লড়াইয়ে জিততে হবে
উৎপীড়িতের নাগপাশ ছিঁড়তে হবে
জাগো নিষ্পেষিত জনতা
কৃষক মজুর ছাত্র যুবা
হাতে হাত ধরে গড়ো একতা
জেগে উঠুক ঘুমন্ত মানবতা
কালের আঁধার পেড়িয়ে হাসবে নতুন সূর্য
ভেঙ্গে ফেল পুঁজিবাদীর ঐ রণ তুর্য
তারিখ= ২০/০৮/২০১৫
রাত ১১ টা
ঢাকা