তুমি অভিশাপ দাও আমাদের
তোমার অভিশাপে পুড়ে অঙ্গার হয়
নিন্দুকের অহর্নিশ চপেটাঘাতে পিষে ফেলি বিবেকবোধ
আমরা আমাদের নিস্তেজ করে দেয় ক্রমাগত
রুদ্ধ করি বিবেকের জানালা কপাট
শহরের মস্ত রেস্টুরেন্টের ফেলে দেওয়া উচ্ছিষ্টের আমিও ভাগীদার
তোমাদের কাছে এর চেয়ে বেশি চাওয়া মানে
আমার বিলাসিতা আমার লোভ
এর চেয়ে ভালো তোমার শেভ করার নামি বিদেশি ব্রান্ডের দামি ক্ষুরে
কেটে দাও আমার লোভাতুর জিভ
কৃত্রিম পারফিউমে নষ্ট করে দাও আমার ঘ্রাণইন্দ্রিয়
অস্তিত্ব বিনাশের হিংস্র সভ্যতায় নিঃশেষ করে দাও ভবিষ্যৎ
কান পেতে শুনো ফেলে আসা সুদূর অতীতের
বিমূর্ত আত্মচিৎকারে প্রকম্পিত আকাশ বাতাস
চৈত্রের দহনে ফসলের মাঠে কৃষকের মূর্ত হাহাকার
সাগরে ভাসমান উদ্ধাস্ত শরণার্থী
মাইন টর্পেডোর রণ সমরের রাজ্যতে
অসহায় গোলাপের নিভৃত কান্নায় অঝোর বর্ষণে প্লাবিত স্বপ্ন
ক্ষুধার পৃথিবীতে প্রাকৃত শস্যদানারা উপেক্ষিত পরিপুষ্ট পুঁজিবাদে


তারিখ ২২/০৮/২০১৫
দুপুর ১ থেকে বিকাল ৪,৩০ মিনিট
ঢাকা