তিনিই কবি
হঠাৎ ঝরে পড়া রুক্ষ শুষ্ক গোলাপ
যার অন্তদৃষ্টিয় ফিরে পায় সজীবতা
জড়পদার্থের মাঝে যিনি খুঁজেন প্রাণের অস্তিত্ব
চৈত্রের প্রখর সূর্যকে যিনি বলেন পূর্ণিমা শশী
কাব্য তত্ত্বের নন্দন শৈলীর আঁচড়ে সৃষ্টি করেন কবিতা
প্রেম বিরহ আলো আঁধারের লুকোচুরি
পাওয়া না পাওয়া হিসাবের গোঁজামিল ভুলে
নিত্য লুটোপুটি খাওয়া এক প্রেমিক
কবিতা মানে না ভূখণ্ড
কবি মানে না জাঁদরেল শাসকের রণ হুঙ্কার
যারা প্রতিষ্ঠিত মিথ্যাকে সত্য বলে
আমি তাদের কবি বলি না
আর যারা সত্যকে পাঁশ কাটিয়ে জাহির করে
নিজেকে তাদেরও না
কবি স্রষ্টা আপন খেয়ালে তুলে আনে সত্যকে
তবে প্রকৃতজন দালাল হতে পারে না
প্লট ফ্ল্যাটের উপঢৌকনে বিক্রিতি কবি
কেনা বেচার হাটে আলু পটলের দরে ওরা বিক্রি করে বিবেক মস্তিষ্ক
এবং কি আমি তাদেরও কবি বলি না
সুকৌশলে হাত করেন প্রাতিষ্ঠানিক চেয়ার
দেওয়া নেওয়ার খেলায় মিডিয়া নিকটজন
গাঁয়ে মানে না আপনি মোড়ল
কল্পনার মৈথুনে যারা তুলে সুখের আত্মঢেঁকুর
আর যাই হোক তিনি কবি নন


তারিখ
২৫/০৮/২০১৫
ভোর ৫ থেকে সকাল ৯,২০ মিনিট
ঢাকা