এইচ,আই,হামজা


বহমান কালের ধারায় মিশেছে কোথায় পথ
স্রোতের বিপরীত চলছে সমাজ উদ্ভট উল্টোরথ
স্বার্থের প্রয়োজনে পরকে আপন আপনকে করে পর
সভ্যতা তুমি স্বার্থের কাছে পরাজিত ভণ্ড করেছে ভর
ভেবেছ দিগন্তের ঐ পাড়ে দেখা যায় বুঝি কূল
কূল নয় কূল নয় কাণ্ডারি এ তোমার ভুল
ভুল সময়ে ভুল তরীর তুমি হে মাঝি ধরেছ হাল
কে আছে দূরে ডাকো তুমি তারে সেও ধরুক পাল
জীবন যুদ্ধের উন্মত্ত খেলায় মত্ত পৃথিবী
নির্বাক মৃক্তিকায় যুদ্ধ জয়ের নিখাদ প্রতিচ্ছবি
এ যুদ্ধ নয় যুদ্ধ যুদ্ধ খেলা
হারে শুধু তারাই দুর্বল আছে যতো অবোলা
ছোট জীবনের ছোট এ তরী
পাথরের মাঝে খুঁজে ফেরে তারা অমূল্য নুরী
মানুষ বলে ডাকছ যারে আদৌ সে কি মানুষ?
মানুষের বেশে লুকিয়ে আছে হায়েনার খোলস
বেদ কোরআন বাইবেল মসজিদ মন্দির মিনার
মানবতার বধ্যভূমিতে অভুক্তের নিত্য হাহাকার
দেখে না চেয়ে পথের দ্বারে কে রয়েছে পরে
ডাস্টবিনে কাক,কুকুর,মানুষ হায় মানবতা কেঁদে মরে
এভাবে তাই অকালে ঝরে যায় সভ্যতার প্রাণ
বোধের আকালে শূন্যতা জ্ঞান এখানে আজ বিরান
স্বার্থের প্রয়োজনে পরকে আপন আপনকে করে পর
সভ্যতা তুমি স্বার্থের কাছে পরাজিত ভণ্ড করেছে ভর