তোমার লাগিয়া পরাণও মরে কান্দিয়া
আমি সন্ধানও করিয়া
কাটিয়েছি অজান্তে কত বেলা
নারী না পুরুষ বেশে
দৃশ্যে না অদৃশ্যে
কোথা বসে খেলো দয়াল এমনও রঙ্গিনও খেলা
দয়াল এমনও রঙ্গিন খেলা
সাগর পাহাড় ফুল ফল পাখি
কি সৃজন গো দয়াল তোমার দেখি
তবুও তোমার দেখা না পাই
কেঁদে মরি বান্দা তোমার,করুণা না পাই
এসেছি একা যাবো একা
মাঝখানে যা দেখি সব শূন্য ফক্কা
কোথা বসে খেলো দয়াল এমনও রঙ্গিনও খেলা
দয়াল এমনও রঙ্গিনও খেলা
যা দেখেছি ভবে বিস্ময় ভেবে মরি
গল্পকথা মুখে বলে শত নর নারী
তবুও দয়াল তোমার পেলাম না সন্ধান
জন্ম মৃত্যুতেই সব কিছুর অবসান
কোথা বসে খেলো দয়াল এমনও রঙ্গিনও খেলা
দয়াল এমনও রঙ্গিন খেলা