রাত জাগা নিগড় চোখে তোমার অস্তিত্ব
আমাকে কল্পনাপ্রবণ করে তোলে
তোমার স্পর্শীত দেহ প্রলম্বিত করে আত্মজ
উন্মাতাল জোয়ার শিহরিত হৃদ
তোমার সর্বাঙ্গ আমাকে আলিঙ্গন করে
তোমার সুডৌল বক্ষস্থল এক অজানা ঈর্ষায়
নিদারুণ দহনে হঠাৎ চঞ্চলতা ফিরে পাই
অপ্সরা তুমি কি এখনো ঘুমিয়ে আছ
ভেবেছ কল্পনার অথৈ সাগরে নিমজ্জিত রাত কত গভীর হতে পারে
ছন্দহীন জীবনে অপসৃত যাতনাও কখনো কখনো জীবনকে করে প্রেমময়
কোন এক জাদুর কাঠির স্পর্শে সঞ্জীবিত কর
ক্ষণপ্রভার চমক নিংড়ে ছুঁয়ে দেখো সমুদ্র
সাঁঝের নীলাভ ঢেউ তোমার অপেক্ষায় অপ্সরা
রাতের চাঁদ মুখ ডেকেছে মেঘের অন্ধকারে
তুমি ফিরে এসো রাতের চাঁদ হয়ে
অথবা শীতের শিশির হয়ে ভোরের কুয়াশায়
তুমি ফিরে এসো পথহারা অতিথি পাখির মত
আমার নির্জলা ছাতির উষ্ণ আবেশ তোমার জন্য
সকালের হিমেল হাওয়া তোমার জন্য
যেমন নিষ্কলুষ তোমার সর্বাঙ্গ তোমার হাসি


১৫/১০/২০১৫
ঢাকা