তোমাকে নিয়ে উৎসের খেলায় মাততে চাই
সৃষ্টির আদিমতার উৎসবে উভয়ে যেখানে প্রথম
সেখানে খেলার চেয়ে উৎসবই উত্তম
তাই উৎসব সাঁঝে তোমাকে চাই
দিনের গৌণতা মুছে মধ্য রাতের নির্জনতা তোমার আগমনী প্রতীক্ষায়
তৃষিত যৌবনের উদ্দাম প্রমত্ত ঢেউ তোমাকে চাই
বৈশাখী দুর্মর বাতাসে রোদরৌদ্রঝিলিক তোমাকে চাই
হঠাৎ ঝড়ে যৌবনা নদীর প্লাবনে তোমাকে চাই
বসন্ত গোলাপ পাঁপড়ি তোমাকে চাই
হাস্যরসের উত্থান পতনের সবুজ জমিন তোমাকে চাই
লাল গালিচার অধিক আমার বুক তোমার প্রতীক্ষায়
নষ্ট হাতের মধ্যমা কাঁদে তোমার ব্যাকুলতায়
যতোটা ব্যাকুল গোপন অভিসারে
তার চেয়ে বেশি অপেক্ষায় নিষিদ্ধ রজনীর আবচ্ছা আলো
ওরা তোমাকে নষ্ট বলে বলুক
প্রকাশ্যে কুৎসা রটে রটুক
অলক্ষ্যে ওরা তোমার পাণির প্রতিযোগিতায় লিপ্ত
ওটা আজ আর গোপন কিছু না
জোছনা বিলাসী মন তোমাকে চাই
মহুয়া বনের মদিরায় তোমাকে চাই
আর যা কিছু জলে যাক
লজ্জা শূন্যে থাক
আমার শুধু তোমাকে চাই
আমার হৃদয় জানে প্রণয় বেদনার প্রশমিত উপশম তুমি
১৭/১০/২০১৫
ঢাকা