ভাঙ্গনের গানে বাজে বিমূর্ত সুর
পুরাতত্ত্বের দাবানল ছড়িয়ে অপেক্ষায় মুহূর্তকাল
চেতনার ছড়ি ঘুরিয়ে ফিরে আসে নিস্তব্ধতা
ছদ্ধবেশি সুঘ্রাণে প্রতারিত শ্রমিকের ঘাম
নির্জলা হাসির প্রত্যাগত সমাজ দিগন্তে দাড়িয়ে অনাগত
চাক্কুস প্রতারণার বদ্ধ দুয়ারে অতিক্রান্ত ভবিষ্যৎ
তামাশার পরিপূর্ণ জালে উচ্চবিত্ত
তবুও নিঃসঙ্গ রাত ভোরের অপেক্ষায়
আজন্ম নক্ষত্রের পতনে দ্বিখণ্ডিত ভূমি
সত্যের চেয়ে ধর্ম যেখানে উত্তম আশ্রয়
মিথ্যের ভাঁজে লুকায়িত শ্বাপদ ডাকিনী
শকুনের হিংস্র লালায় ঝড়ে যায় ডালিয়া
তবুও কলিরা হাসে উচ্ছ্বাসে মাতে
খেলে তপস্যার জলরঙ খেলা
যদিও নিঃসঙ্গ রাত একটি ভোরের অপেক্ষায়
২০/১১/২০১৫