বিধ্বস্ত হৃদয়ে জমাট হিমশীতলতা মাড়িয়ে
সকালের সোনালী রোদ্দুর ধরা দেয়
প্রেমহীন এই ধুলোমাখা কংক্রিট শহরে
শীর্ণ শিশির ফোঁটায় ফোঁটায় অব্যক্ত পাতার
নৈশব্দের কান্নায় মলিন লজ্জাবতী
শিশির ভেজা দূর্বা মাড়িয়ে ত্রস্ত পদে দুপুরের আগমন
প্রেমহীন বেদনার বিষে লাল অরুণিমার গাল
চুম্বিত ঠোঁট আবেগি প্রেমে
উপচে পড়ে যৌবনের জারক ফেনা
সম্ভোগের আহ্বানে মুদিত মন
ভয় নেই তোমাকে ছিবড়ে খাবো না
নিজেকে নিয়ে একদম ভাবী না
ভাবনায় তোমার আলোড়ন তোলা বুক
পাড়ার ছেলেরা চায়ের কাপে তোমাকে নিয়ে তুলে ঝড়
ভয় সেখানেই
কতবার বলেছি একটু সংযত হও
ভয় জাগে
তোমার তৃষ্ণার্ত ঠোঁটে ডুব দেয় কিনা অন্য পুরুষের ঠোঁট


২১/০১/২০১৬