কামলার হাটে গিয়েছিনু যবে
সে কি করুণ স্মৃতি আজও ঘুরে ফিরে
ঝুড়ি আর কোদাল হাতে বসে আছে যারা
তাদেরি কিনে নিবে কেউ চলছে অপেক্ষার পালা
এ যেন হায় প্রাশ্চাত্য যুগের নব দাশ প্রথা
তোমাদের কাছে হয়নি সকাল ভাবছ ভোর হয়েছে সবে
দেখো ওদের কাছে ভোর হয়েছে সূর্য উঠার আগে
জনমদুঃখী হায় যে ওরা নাই যে দেখার কেউ
ভাগ্য ওদের হয়নি সহায় চির কালের দুঃখী
দুঃখে ওদের জীবন গেলো দুঃখীই ওদের সাথি


১৬/০৬/২০১০