কল্পনার তুলিতে নয় জীবন বাস্তবতার তুলিতে
আমার হৃদয় অঙ্গে তোমার উষ্ণ হাসিমাখা মুখ
কতবার বলেছ ভালোবাসি
প্রতিউত্তরে শুধু বলেছি ধন্যবাদ
রমণী বা পতিতার প্রতি আকর্ষণ ছিল না
যেমন ছিল ভিখারিনীর মুষ্টিবদ্ধ হাতের মাঝে
হাজারও উত্তর খুঁজে ফেরার কৌতুহুল
সবুজ ঘাসের চরণ ধরে বহুবার বলেছি প্রেমহীন পৃথিবী দাও
বিনিময়ে পেয়েছি প্রতারণার আবেগি দুফোঁটা নোনাজল
ভুল বুঝেছিলে এতোটা স্বার্থপর ছিলাম না
যতটুকু তুমি ভেবেছিলে
শুনেছি তোমার বিয়ে হয়েছে
অন্য পুরুষ রতিখেলায় মাতে মধ্য রাতে
বন্ধু মুখে শুনেছি তুমি এখন আরও দেমাগি
তোমার সুডৌল দেহের গন্ধে পর পুরুষের আড়চোখ হাসে
কল্পনার খেলায় উরু ভিজিয়ে কষ্টের রাত কাটে বাড়ন্ত যুবকের