আমি তনু কুমিল্লার সেই তনু
যাকে নিয়ে তোমাদের এতো মিছিল সমাবেশ
বিবৃতি পাল্টা বিবৃতি ফটোসেশন
পাড়া মহল্লা তেমাথার মোড়ে
কিছু মানুষের প্রতিবাদি কণ্ঠস্বর
আমার রক্তাক্ত মাংসল দেহে শত সহস্র প্রশ্ন
উত্তরের প্রতীক্ষায় অন্ধ বধির প্রাণ
কি দোষ ছিল আমার
শরীর না তোমাদের কামনার পৌরুষত্বের দম্ভ
হয়তো জন্মই নারীর আজন্ম পাপ
নারী হয়ে জন্ম যদি আমার পাপ হয়
তবে সে পাপের দায় তোমাদের
নষ্ট সমাজে হাসতে মানা বলতে মানা
দিয়েছ শুধু কাঁদার মতো অথৈ সমুদ্রের জল  
নিষেধের শৃঙ্খলে বন্ধি হাজারো স্বপ্ন
তবুও স্বপ্নেরা বেড়ে উঠে গোপন বাসনায়
জানি না ভুল সময়ে ভুল পরিবেশে অথবা ভুল দেশে আমার জন্ম হয়েছিলো কি না?
তোমাদের আদিগন্ত পৃথিবীর রক্তে মাংসের মানুষগুলো এখনো মানুষ হতে পারেনি
মানুষ না হয়ে উঠার অমানুষের নষ্ট সমাজ
আদিম হিন্স্রতায় খুবলে খেয়েছে আমার কোমল দেহ
এখানে বিচারের বানী নিভৃতে কাঁদে
প্রকাশ্যে হাসে ক্ষমতার দাম্ভিকতা
ময়নামতির সবুজ ঘাসে রক্তাক্ত আমার বাংলাদেশ
রক্তাক্ত মানচিত্রে রক্তাক্ত স্বাধীনতার বুনো উল্লাস
মাটিচাপা তনুর আর্তস্বর স্মৃতির মিনার কাঁপিয়ে
ছাপানো হাজার বর্গমাইল বলে উঠে মুক্তি দাও হে স্বাধীনতা মুক্তি দাও
আমার সম্ভ্রম হারানো জননী বলে উঠে
মুক্তি দাও হে স্বাধীনতা মুক্তি দাও
মৃত্যু অথবা অর্ধ মৃত্যুরা গগনবিদারী করুণ আত্মচিৎকারে বলে উঠে
তবুও হাজারো ধর্ষিতার যৌনাঙ্গ চিড়ে জন্ম নিক মানবিক এক বাংলাদেশের


তাং= ২৬/০৩/২০১৬