তোমরা এখনও কেউ জানো না
জানার মত বোধ তোমাদের হয়ে উঠেনি
নির্বাক গাছ যেমন জানতে চায় না
ঝরাপাতার কথা
বিশাল আকাশ জানতে চায় না
মেঘের আড়ে লুকিয়ে থাকা চাদের কথা
তেজদীপ্ত দিন জানতে চায় না কেন
সূর্য ঘুরে আবার রাত ফিরে আসে
মানুষও জানে না তার স্বপ্ন লুটের কথা
কবি,বুদ্ধিজীবী এবং কি অধ্যাপকও
মুক্তবাজারে মানুষের স্বপ্ন বিক্রি করে
কেউ কেউ প্রাসাদ গড়ে
কিশোরীর স্বপ্ন লুট হয়
বালকের প্রেম লুট হয়
কৃষকের শ্রম লুট হয়
শ্রমিকের ঘাম লুট হয়
এখানে প্রতিনিয়ত লুট হয় মানুষের অগনিত স্বপ্ন
ওরা লুট করে স্বাধীনতা মুক্তির সাধ
লুট করে ইতিহাস,মানচিত্র সন্তানের প্রতি মায়ের ভালবাসা
লুট করে ফুলের গন্ধ জোনাকির নিঃস্বার্থ আলো
শকুনেরা বারবার ফিরে আসে
শক্ত নখরে আঘাত করে
সবুজ কমল জমিনে
তবুও নগণ্য কিছু মানুষ স্বপ্ন দেখে
সবুজ জমিনে হাতুড়ি কাস্তে খচিত একটি পতাকার
তবুও কিছু মানুষ এখানে স্বপ্ন দেখে সমতার সমাজ গড়ার