একটি কবিতা লেখব বলে কতো রাত কেটেছে নির্ঘুম
কতো শত পথ হেঁটেছি অবিচল
কতবার অশান্ত মনকে দিয়েছি সান্তনা
একটি কবিতা লেখব বলে কলমে মাথা ঠুকেছি শতবার
এই শাহবাগ,টিএসসি,প্রেসক্লাবের আঙ্গিনায়
কতো মিছিলে শ্লোগানে মিলিয়েছি ঠোঁট
দীপ্তপায়ে উদ্দীপ্ত তরুণের মুষ্টিবদ্ধ হাতে মুক্তির কি দুর্নিবার আকাঙ্ক্ষা দেখেছি
রমনার উদ্যানে অচেনা রমণীর দেখেছি কতো মুখ
তবুও কবিতা লেখা হল না আমার
একটি কবিতা লেখব বলে সাজানো মাঠে সবুজের ঢেউ দেখেছি
শাপলা শালুকের নীল পদ্ম,গাঙচিলের বিলে রঙ ধনু আকাশ দেখেছি
এই ছাপান্ন হাজার বর্গ মাইলকে জানার চেষ্টা করেছি বহুবার
তবুও কোন কবিতা লেখা হল না আমার


তাং... ৩০/০৭/১৬