হে নবাগত হে তন্দ্রাচ্ছন্ন জাতির আগামীর নেতা  
তোমাকে অভিবাদন
সস্নেহে শুভাশিস
হেমন্তের গোধূলি বেলায় আরক্তিম শুভেচ্ছা
.
বৈকালে নীড় ফেরা পাখির গুঞ্জন শুনেছি
শিশিরের ফোঁটায় অব্যক্ত অশ্রুজলে
মর্ম বেদনার যে আর্তনাদ আমি দেখেছি
রাত জাগা ডাহুকের সকরুণ চিৎকারে
যে প্রকৃতির আহ্বান আমি শুনেছি
তবে কি সেই তুমি? নব যুগের মুক্তির দিশারী
যার জন্য শত অন্ধকার রাতেও আলোর প্রতীক্ষায়
যার শূন্যতায় শাঁকিনী ডাকিনীর একছত্র আধিপত্য
.
হে পুষ্পিত কোমল; হে নবীন তুমি কি জানো
তন্দ্রাচ্ছন্ন কালের যুগাবতার
নচ্ছার বাণীতে সহস্র বছর করেছে পাড়?
তুমি কি জানো কলিযুগের হয়েছে অবসান
তবুও  পৌঁছায়নি এখানে উদিত সূর্যের মুক্তির স্লোগান
এই বাঙলার হৃদয় জমিনের পত্রশোভিত তরুপল্লবে
তোমার মুষ্টিবদ্ধ হাত হোক উদার মানবিকতায় অঙ্কিত পবিত্র মানচিত্র
তোমার প্রত্যয়ী চিৎকার হোক সম্মিলিত সৌহার্দর গান
.
এসো আমরা প্রস্তুত হই
নব আহ্বানের ডাক এসেছে
এসো নবপ্রভাতের সকল সৈনিক মিলি কুচকাওয়াজে
.
হে অগ্রসেনানী তুমি লও কাঁধে তীরে ভিড়ানোর ভার
তোল পাল ধর হাল হোক শুরু নব-অভিযান
হয় হার নয় জিত এই হোক আহ্বান
পুড়নো দৈন্য ঘুচে পুষ্প সমুদ্রস্নানে
আমরা আবার পবিত্রতার সোপানে
.
এসো এসো লক্ষকোটি তরুণ
সমবেত কণ্ঠে গাই সত্য-সুন্দর-মানবতার জয়গান