(ক্লাস ম্যাট সুরাইয়াকে নিয়ে লেখা)


এক্সাম হলে তোমাকে প্রথম দেখা
অতঃপর কলেজ প্রাঙ্গণে ক্ষণিকের আলাপন
ফুডকোর্টে সামান্য খাওয়া দাওয়া
দুপুরের অবিশ্বাস্য জ্যাম ঠেলে ধানমণ্ডি বত্রিশ এ
কালো অথচ চোখের কোণে দীপ্তিময়তা
বন্ধুত্বের প্রগাঢ় আহ্বান জানিয়ে সদ্য রঙ্গিন ঠোটের মৃদু অথচ সলজ্জ হাসি
জানি না কেন এই মহময়তা
কেন এই মুদিত অবুঝ মনের উন্মাতাল ঢেউ
তারপর কেবলই দৃষ্টি সিমার সর্বত্র তুমি
না বলা কথার ফুলঝুরি সাজাচ্ছি
কল্পনার আল্পনায় ছবি আঁকছি
কবিতার লাইনে গানের সুরে প্রকৃতির আবহে
তোমার বাহারি চুল কালো চোখ
শুভ্র ফ্রকের আড়ে কল্পিত বুকের
অচেনা এক জগত
স্বাপ্নিক এক আলোকময় রাজ্যের ডানাহীন পরী তুমি
আর না বলা কথার
এক পাহাড় দীর্ঘশ্বাসের চূড়ায় হাতড়ে ফিরি
হারিয়ে দেওয়া বা হারিয়ে যাওয়া সারাদিন......