অতলান্তের বাসর
এইচ আই হামজা
..............................
মনে কি পড়ে
মনে কি পড়েনা?
কোন এক পড়ন্ত বিকেলে,
মাধবী বনের পাড়ে-
গল্পছলে বলেছিলে,সুন্দর একটি নাম দিতে হবে তোমার
দিয়েছিলেম নদী।
বলেছিলে ওতে বেদনার জল করে ছলছল!
একাকী বয়ে যাওয়া দুঃখিনী নদীর,
নিঃশব্দ প্লাবনে মূর্ত হাহাকার থাকে।
নতুন একটি নাম দিতে হবে তোমার,
দিয়েছিলেম ঝর্ণা।
বলেছিলে কান্নার জলে নিঃসঙ্গ পাহাড় প্লাবিত হয়
অঝোর বর্ষণ কান্নার মূর্ত প্রতীক।
ও নামে তোমাকে মানায় না?
নাম দিয়েছিলেম মাধবী!
বলেছিলে যা ঝড়ে যায় তা তুমি নও
মাধবীরা প্রকাশ্য হাসে উজ্জ্বল বর্ণের পোশাকি আবরণে
অন্তরালে মাতে রক্তাক্ত খেলায়!
কবিতা নামে তোমাকে মানাতো বেশ
কবিতার সকল উপমা, অলঙ্করণ-
যেন পদ্মপাতার মত অসংখ্য ছিল।
তুমি বলেছিলে কবিতারা দেমাগি, পরপুরুষ খেলতে চায় আদিম হিংস্রতা
অথচ হতে চেয়েছিলে কবিতার নায়িকা,...
ভেবে ভেবে আবেশি রাত কেটেছে কল্পনার অতলান্ত নীড়ে
স্বর্ণালি সকাল হয়েছে মধুর
অবশেষে তোমার  নাম হল প্রিয়তমা
মনে কি পড়ে মনে কি পড়েনা?
কতশত স্বপ্নের জাল বুনেছিলে
পূর্ণিমা রাতের তারায় তারায়
হিমেল রাতে জোনাকির আবচ্ছা আলোয়
কণ্ঠে তোমার সুরেলা আবহন
অথচ আজ তোমার বাসর
প্রিয়তমা,
স্বপ্নডিঙ্গায় চড়ে আকাশের বহু রঙ আমি দেখেছি
আমার স্বপ্নের কোন সিমানা ছিল না
অথচ আজকের রাত হবে নবপুস্পিত এক পুরুষের.........


২৬/০১/২০১৭
ঢাকা