এই ঢেউ খেলা সোনালী ধানে ঘামের উৎকট গন্ধ নেই
নেই উদয় অস্ত অক্লান্ত শ্রমের রেখাটি
চৈত্রের তেজি সূর্য জানে
আষাঢ়ের কালো মেঘ জানে
বন ছাড়া দিগন্তের পাখি জানে
দুইশত ছয়টি হাড় স্বাক্ষি আছে
শুধু জানে না শহুরে আমলা নেতার পা চাটা কামলা
জানে না আড়ৎদার
জানে না উচ্চবিত্ত চাকুরিজীবী
অথচ বর্ণমালার প্রতিটি শব্দ জানে শব্দের অক্ষরের প্রতিটি কবিতা জানে
শ্রমে ঘামে মধুর মিলনে আজকের এই সভ্যতা
অথচ এখানে উপেক্ষিত স্বপ্নচাড়ূ শস্যের রৌদ্র হাসির কারিগর।