মধ্য রাতের নির্জনতা ভেঙে
জেগে উঠে যৌবন
কল্পনায় আঁকা মানবীর নগ্ন দেহে
কামনায় জেগে উঠে প্রাণ
সপ্তদেশীয় চাঁদে উপমার আলঙ্কারিক
গৌরবে জোছনা হাসে অবিরল
ভালোবাসা মধুর
অথচ অলঙ্ঘনীয় ব্যর্থতার আবেশি সুর
চেয়ে আছে চোখ বাতাসের ঘরে
চোখে আগুনের পাহাড় করে খেলা
রাত ঘুঙুর পায়ে ভোরের দিকে ক্রমশ
কস্টের নীল জোছনায় রক্তের প্রলেপ
ওখানে এখন মেহেদি সাজে হারানো প্রিয়া