যখন বাস্তবতার দহনে ভস্মীভূত হয় সভ্যতা
তখন প্রয়োজন হয়
একজন কবি ও একটি কবিতার
যখন উর্বর ভূমি হয় মরূদ্যান
যখন নেতৃত্বের ভুলে ক্রমশ যুদ্ধ ঘনিয়ে আসে
তখন একজন কবি ও একটি কবিতা হয়ে ওঠে আবশ্যক
যখন সত্যরা লুপ্ত হয়
মিথ্যের যোনীতে স্বর্গ নেমে আসে
পরাভূত হয় শান্তি,সাম্য
তখন প্রয়োজন হয়
একজন কবি ও একটি কবিতার!
যখন মীর জাফর মোস্তাক, জিয়া আর এরশাদরা আসিন হয় ক্ষমতায়?
তখন ঠিক তখন একজন কবি ও একটি কবিতা হয়ে ওঠে জাতির অত্যাবশক চাহিদা।
যখন ইরাক-সিরিয়া-প্যালেস্টাইন-ইয়েমেনের আরবস্বর্গ নরকে পরিণত হয়;
যখন সমাজ আক্রান্ত হয় শ্রেণি বৈষম্যে আর রাষ্ট্র হারায় ধর্ম নিরপেক্ষতা
যখন বুদ্ধিজীবীরা ফেরী করে বিকৃত ইতিহাস, নষ্ট চেতনা
তখন ঠিক তখন প্রয়োজন হয় একজন কবি ও একটি কবিতার
যখন কণ্ঠরোধ করে বুলেটের হুঙ্কার, কিংবা রাষ্ট্রীয় সন্ত্রাস;
যখন পতিতারা সম্মান খোঁজে সৌধের পাথর আর পতাকার কাপড়ে!
যখন একটি শ্লোগান,একটি মন্ত্র, একটি চেতনা বিক্রি হয়
তখন জাতীয় চেতনা লুটিয়ে পড়ে কবি আর কবিতার চরণে!
যখন মাতৃভূমির রক্তমাখা বুকে ছড়িয়ে পড়ে প্রশ্নবিদ্ধ দাঁড়ি-টুপি
ধর্মের আবরণে প্রশ্নবিদ্ধ স্বাধীনতা।
যখন দালালের নীলনকশায় ছেয়ে যায় আদিগন্ত সবুজের আবাস,
তখন প্রয়োজন হয় একজন কবি ও একটি কবিতার।