বৃষ্টিভেজা মধ্যরাতে যুগলবদ্ধ নতুন একটি কবিতা লিখি
কামনার তাড়নায় লেখা হোক নতুন গান
তোমার রেশমি চুড়ি,পশমি শাড়ি,
কপালের খাঁজে লাল অর্ধবৃত্ত চাঁদ
প্রায় সমকোণ দুটি ঠোঁটে মিলিত হোক সিগারেটে পোড়া আরো দুটি কালছে ঠোঁট
আমাদের চুম্বনে বসন্তের বৃষ্টিস্নাত রাত হোক দারুণ উত্তাপে ভরা
অনাবাদি জমিতে চলুক চাষের কর্ষণ
আজ রাতে নতুন কবিতার বীজ রোপিত হোক আমাদের নিত্য প্রলয় গীতে
আমাদের দুধেল সঙ্গমে জাগৃত বোধ হোক মানুষের।