যখন প্রতিটি দিন ছিলো ভুলে ভরা
তখন শৈশবের মেঘ ছিলো দারুণ স্বচ্ছ
যখন ভুলের আবর্তে ছিলো সকাল সন্ধ্যা
টগবগে উচ্ছল প্রাণে ছিল রক্তের গাঢ় ঢেউ
যখন ভুল আমার নিত্যযাত্রী ছিলো
তখন যৌবন ছিলো সাগরসম উত্তাল গহীণ অরণ্যে আলোর মিছিলে
যখন ভুল থেকে শিখতে চেয়েছি
যখন শিকড়ের সন্ধানে আরও গভীরে গিয়েছি
হায় তখন কালো মেঘে ঢাকা বার্ধক্য আমার অতীত ইতিহাস রোমন্থনে কাঁদে