তোমার সাজানো একটি বাগান আছে
তুমি রোজ সে বাগানে পানি দাও আগাছায় নিড়ানি দাও
পাতায় সজীবতা আসে
রেণু ফুঁড়ে ফুল হয়
সুবাতাসে মৌয়ের দল আসে হররোজ
তুমি সে ফুল খোঁপায় বাঁধো
বেণী গেঁথে গান গাও
পাঁপড়ি ছড়িয়ে আরও মোহিত করো তোমার সুকোমল অঙ্গ
শয্যা পেতে রোজ অপেক্ষায় থাকো
রোজ ধর্ষিত হও
অথচ কোন এক কিশোর রোজ বিরহের গান গায়
মধ্যরাতে নিকোটিনের ধোঁয়ায় মেঘ খেলা করে আবদ্ধ আকাশে
ফুসফুস পোড়ে কালচে ক্ষতের দাগ বসে
ঘুমহীন চোখ জেগে থাকে
অতীত রোমন্থনে বাঁকা ঠোঁটে আরো  অবসাদ নেমে আসে
নিষ্ফল পাতা ঝরার নিশব্দ হাহাকারে মাতে কিশোরটি
অথচ কিশোরের বুক সাগরে নিত্য প্রলয় জাগে
প্রেমের ব্যাকুল তিয়াসে রাতের গভীরতায়
হারিয়ে যায় চাপা কান্নার ঢেউ
স্বজন হারানোর ব্যথায় সৃজিত মন
জোছনায় সাঁতার কেটে ভোর হয়ে ফিরে আসে সূর্য
তোমার বাগান আরো ফুলময় হোক
সুবাসে ফিরে আসুক বনের বিদগ্ধ মৌমাছি
মৌয়ালের দল আসুক
হুমড়ি খাক ফুল কুড়ানো মেয়েরা
তুমি রোজ সন্ধ্যাস্নানে জোছনা অবগাহন করো
অপেক্ষায় থাকুক প্রেমিত অবোধ কিশোর