জনারন্য মোড়ে কৃষ্ণচূড়ার উপরে,
সাঁতার কাটে রাতের রূপালী চাঁদ।
পাশে প্রিয়তর কবির সরলতার,
আহ্বানে কবিতার ক,খ আদি কথন,
উত্তরের আকাশ ভীষন কালো অন্ধকার,
দখিনে দারুণ উষ্ণতায় বৈশাখী বাতাসে এলোমেলো কিশোরীর চুল!
আবেগি যুবকের প্রবল রুদ্ধশ্বাসে কাটে মুহূর্ত।
যেন শত বছরের শত কামনার ঢেউ উথলে উঠে,
প্রেমহীন মরূবুকে,
নাভীর তলদেশে জাগে বাসনার বসন্ত উত্তাপ!