পুরুষ মাইনসের আবার বয়স কি গো -
যদি অন্তরে না থাকে জড়া,ব্যধিতে না মরে!
আসমানের চান দেখছো নি?
কি নিশ্চল তার অঙ্গ,
অথচ মেঘ কেটে হেঁটে যায় দূরে আরও দূরে।
দ্যাখো গাঙ্গের পানি কি টলটলা!
নদীর পায়ে ঘুঙ্ঘুরের শব্দ?
ঝরে যায় কদলীফুল,বাতাসে লজ্জায় লাল লজ্জাবতী!
প্রশ্ন ঘুরে যায়?
ঠিক যেমন বাতাসে মেঘ ভাসে।
হারিয়ে যায় অবিদিত সত্য,
অন্নক্ষুধায় হার মানে মনের দেবতা!
উজানে ঢল নামে বাধাহীন স্রোত।
মাঠে গাই ডাকে অবিরত,
বাগডাশে ছো মেরে নিয়ে যায় মুরগী।
সবুজ ক্ষেতে পরে থাকে লাঙ্গল-
পরে থাকে স্বপ্ন,অবিরাম ভালোবাসা,
একদিন ঝড় নেমে আসে এই বাংলার বুক জুড়ে।
থমথমে কালো অন্ধকার রাতে,
পরে থাকে ফাতেমার ধর্ষিত রক্তাক্ত লাশ।
কামড়ে কামড়ে ক্ষতবিক্ষত ফাতেমার ঠোঁট,
নখের আঁচড়ে স্তন যেন কর্ষিত পাহাড়!
এখানে স্বপ্নরা বর্গা দেয় মেডিক্যালের হিমঘরে
ধর্ষিতা কিশোরীর বুকে আবার ধর্ষণ করে রাষ্ট্র
নগ্ন উল্লাসে ফেটে পরে সম্পাদক।
আবার একটি ধর্ষণ,
সেই পুরনো লেখায় যুক্ত হয় নতুন ছবি।
আদালতের কাঠগড়ায় মানবিকতার করুণ চিৎকার
ফাতেমার সর্বাঙ্গে বিকলাঙ্গ রাষ্ট্রের করুণ মানচিত্র
অভিশাপ দেয় আমাদের,
ফাতেমাদের অভিসম্পাতে হাসে হাবিয়া দোজখ!


28/07/17