আসুন আমরা আবার কবিতায় ফিরে যাই
আমরা সেই কবিতা পড়তে,লিখতে ও শুনতে চাই
যে কবিতা মানুষের কথা বলে।
যে কবিতা দেশ,মা,মাটি,মনুষ্যত্বের কথা বলে।
কবিতা সর্বত্র মুক্তির দিশারী,আন্দোলনের গান!
কবিতায় বঞ্চিতের আর্তনাদ,অভুক্তের ব্যথা,চিরন্তন সত্য থাকে।
আমার বিশ্বাস আমরা সেই কবি ও কবিতায় ফিরতে উন্মুখ!
আসুন আমরা আবার সেই কবিতায় ফিরে যাই
যে কবিতা মানচিত্র,পতাকা এবং সার্বভৌমত্বের কথা বলে
কবিতা ফুল ও শিশুর কথা বলে
কবিতা প্রেম ও বৃষ্টির কথা বলে
কবিতায় নদী,পাহাড়,ঝর্নার মিতালী
নীলাভ আকাশ,জোছনা ও শিশিরের কথা বলে
আসুন কবিতায় মুড়ে দিই উলঙ্গের দেহ
মুছে দিই মায়ের চোখ
প্রেমিকার বুকে লিখে দেই হাসিমাখা উষ্ণ প্রেম।
আমরা এমন একটি কবিতার কথা বলি
যে কবিতা মাদিবা,তেরেসা,বিবেকান্দ ও নজরুল লিখেছে
যে কবিতা লেনিন,চে"
গান্ধী থেকে মুজিব লিখেছে অবিশ্রান্ত
এখনো কেউ কেউ লিখে যাচ্ছে অবিরাম।
এবং কি তাঁরা আমৃত্যু কবিতার কথা বলেছে
আসুন আমরা এমন একটি কবিতা লিখি
বৃষ্টিতে ভিজে রৌদ্রে,শুকিয়ে যেমন করে,
লেখে আমাদের কৃষক,কারখানার শ্রমিক!
যে কবিতায় সুর উঠে শান্তি সাম্যের ও সত্যের।
আমরা আবার সেই কবিতায় ফিরে যাই
যে কবিতা জাতিসত্তা থেকে বিশ্বসত্ত্বার কথা বলে
যে কবিতায় সফেদ আকাশ,নীলাভ সূর্য চিরন্তন জোছনার কথা বলে
যে কবিতায় কাঁটাতার, যুদ্ধ থাকে না
যে কবিতায় সুপারসনিক যুদ্ধ বিমান,টর্পেডো থাকে না
যে কবিতায় পারমাণবিক বোমা,মিসাইল থাকে না
আমরা সেই কবিতা চাই
আমরা এমন একটি কবিতায় ফিরতে চাই
যে কবিতা মাতৃত্ব, ভ্রাতৃত্ব ও সত্যের কথা বলে
আসুন আমরা আবার সেই কবিতায় ফিরতে চাই