পাহাড় ঢেকে রাখে পাহাড়কে
সাগর গিলে খায় নদী-
মহাসাগরে হারিয়ে যায় সাগর।
সভ্যতার বেখেয়ালি ঝড়ে পড়ে থাকে জরাজীর্ণ সভ্যতা,
অলক্ষ্যে হাসে মাটি,গৌরবের স্বরে বলে তোমাদের আভিজাত্যেপূর্ণ চাকচিক্যময় গাড়ী,
প্রাসাদপ্রদোম সুউচ্চ বাড়ি,হিংসা,ক্রোধ, বিলাসিতা একদিন বিলিন হবে আমারই বুকে।
ধূলিসাৎ হবে সকল স্বপ্নের,
লক্ষ নক্ষত্রের মাঝে বালুকাবিন্দুর ন্যায় তোমাদের পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্যের জীবন
ক্ষণিকের সাপলুডু খেলা বৈ আর কি?