মনের খাতা খোলে দেখো কতো কথা হয়নি লেখা
নিজেরই অজান্তে অতি সঙ্গোপনে
রেখেছ পুষে।
কথাগুলো যায় হারিয়ে মেঘ হয়ে
ফেরে আসে বৃষ্টির ঝরনা ধারার মতো
কতবার লেখতে গিয়েও লেখা হয়ে উঠেনি
কলমের কালিও বুঝে সেই ব্যথা।
রক্তজলের মতো কষ্ট বেয়ে নেমে আসে সমুদ্রের বুকে।