জীবন বাস্তবতার বহু বিচিত্ররূপ আমি দেখেছি
বহুবঞ্চনা সয়ে বহুপথ মারিয়ে বিধ্বস্ত বদনে
চেয়ে আছি অনাগত আগামীর দিকে
আসবে কি সুদিন?
পথ হারিয়ে আলোহীন অন্ধকারে জীবন প্রদীপ জ্বেলে এখনো চেয়ে আছি
অন্ধকার রাত পেড়িয়ে যেমন দিগন্তে সুর্য হাসে,
বহুপথ পেড়িয়ে যেমন নীড়ে ফেরে পরিযায়ী পাখি
আমিও অপেক্ষায় সোনালী নতুন ভোরের
আসবে কি ভোর?
সয়েছি যতোটুকু বয়েছি বহুগুণ,
মেনে নিয়েছি যতোটুকু মানতে হয়েছে ঢের।
তবুও তো বেঁচে আছি,যদিও তোমাদের মতো করে নয়।
ফুটপাতে চায়ের দোকান,কলেজের সামনে বাদাম,গাউছিয়ায় রকমারি পণ্যের ফেরিওলা,
বা তরকারির দোকানের সামান্য পরিস্কারক এর চেয়ে ভিন্ন জীবন ছিল,যদিও প্রাণ ছিল না।
সচল জীব ছিলেম যদিও জীবনের কোনো রস ছিল না।
আসবে কি  সুদিন,নতুন ভোর?
ঋতুচক্রে বসন্তে যেমন প্রাণ ফিরে পায় প্রকৃতি
বর্ষায় যেমন নদীতে জোয়ার আসে,
মৌসুমি বাতাসে যেমন শীত আসে
ক্ষনিকের এ জীবনে আজও ঝলমলে রৌদ্রময় সকালের প্রতিক্ষায় কাটে।
আসবে কি সুদিন,সোনালী সকাল?